৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ

আসন্ন জাতীয় নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ
স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন 'অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে' অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫ হাজার ২২৬টি অস্ত্র ব্যক্তির কাছে এবং ৫ হাজার ৮৪টি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে।

Comments