বিএনপি রাজনৈতিক লালকার্ড পেয়ে চোরাগোপ্তা হামলা করছে: কাদের

obaydul_kader
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি রাজনৈতিক লালকার্ড পেয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তারা পুলিশ, আনসার, প্রধান বিচারপতির বাসভবনে, যানবাহনে ও রেলে অগ্নি ও বোমা হামলা চালাচ্ছে।'

আজ শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল কাদের বসুরহাট পৌরসভার জিরোপয়েন্ট এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, 'তারেক জিয়া বলেছিলেন, নভেম্বরের ২৮ তারিখের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনা পালিয়ে যাবেন। কিন্তু আজ ২২ ডিসেম্বর, শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাজপথে আছে, বিএনপি পালিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'তাদের রাজনীতি ও আন্দোলন সবই ভুয়া। খেলা হবে। সাত জানুয়ারিতে খেলা হবে। সংবিধানকে, মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে।'

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনের আচরণবিধি মেনে চলে শেখ হাসিনা ও আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। নির্বাচনে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'বিএনপি নেতাকর্মীরা মির্জা ফখরুল ও আমির খসরুর উপস্থিততে পুলিশের ওপর হামলা করেছে। এটা ফৌজদারি অপরাধ। যারা ফৌজদারি অপরাধ করবে তাদেরকে পুলিশ ধরবে।'

'আজকে আমেরিকা বলছে, যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,' যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'থামিয়ে রাখা বাসে ঘুমন্ত হেলপারকে, ট্রেনে মায়ের বুকে ঘুমিয়ে থাকা শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এটা ফৌজদারি অপরাধ। আজকে বিএনপির নেতারা বলছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দেবেন না। বিএনপি নেতাদের এসব কথা শুনে ঘোড়াও হাসে।'

তিনি বলেন, '২০০৭ সালে পালিয়ে টেমস নদীর তীরে বসে বসে নেতাকর্মীদের অপকর্মের নির্দেশ দিচ্ছেন। তারেক জিয়ার নির্দেশে ফিলিস্থিনি মুসলমানদের জন্য একটা কথাও বলেনি বিএনপি। দেশের টাকা পাচার করে লন্ডনে বসে বসে দলের নেতাকর্মীদের আগুন সন্ত্রাস করার নির্দেশ দিচ্ছেন। সাহস থাকলে রাজপথে এসে মোকাবিলা করুক।'

'শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'আমার আরও কিছু কাজ বাকি আছে। এলাকার বেকার যুবকদের চাকরি হবে। তবে পড়াশোনা করতে হবে। কমপক্ষে রিটেন পরীক্ষায় তো পাশ করতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে সুপারিশ করা যাবে।'

নিজ নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশও দেন ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago