‘গলা কীভাবে নামাব জানি’ হুমকিদাতা শাজাহান খানের ছেলে আসিবুরকে শোকজ

সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

'নৌকার বাইরে যদি একজনও কোনোরকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব সেটা আমরা ভালো করেই জানি।'

এমন হুমকি দিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মাদারীপুর জেলায় তিনটি আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের স্বাক্ষরিত নোটিশ আজ শুক্রবার আসিবুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে।

বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নোটিশে আগামী রোববার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে আসিবুর রহমান খানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর টেকেরহাটে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের পক্ষে ভোট চাইতে গিয়ে আসিবুর রহমান খান ওই বক্তব্য দেন। পরে সেই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আসিবুর রহমান খান ডেইলি স্টারকে বলেন, 'আমাকে আর নৌকা প্রতীককে হেয় প্রতিপন্ন করার জন্য আমার মূল বক্তব্য এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি সাধারণ ভোটারদের উদ্দেশে এসব বলিনি। মূলত মাদক চোরাকারবারি ও সন্ত্রাসীদের উদ্দেশে এসব কথা বলেছি।' 

Comments

The Daily Star  | English

Govt to scale back foreign loan reliance

The government plans to scale back its dependence on foreign loans as it seeks to mitigate threats to external debt sustainability.

11h ago