ঝিনাইদহে নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ৩

ঝিনাইদহ সদর উপজেলায় নৌকা সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহ সদর উপজেলায় নৌকা সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুরাট বাজার থেকে ঝিনাইদহ-২ আসনের নৌকার সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি বাগডাঙ্গা গ্রামে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ কর্মী আশিকুর রহমান, বাপ্পি ও বকুল আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, সন্ধ্যার সন্ধ্যার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা একটি মিছিল বের করে। সেই মিছিলে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

Comments