আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন শেখ হাসিনা

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।
নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে আওয়ামী লীগ
ইশতেহার ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করছে আওয়ামী লীগ।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করছেন।

অনুষ্ঠানের শুরুতে ইশতেহার কমিটির প্রধান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক সূচনা বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্মার্ট বাংলাদেশ থিমে 'উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান' স্লোগানে ইশতেহার ঘোষণা করবে দলটি।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে 'দিনবদলের সনদ' দিয়েছিল আওয়ামী লীগ। সেই ইশতেহারে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল দলটির। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলটির ইশতেহারের শিরোনাম ছিল 'এগিয়ে যাচ্ছে বাংলাদেশ'। আর সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ইশতেহারের শিরোনাম ছিল 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ'।

Comments

The Daily Star  | English

15pc VAT on Metro Rail: Quader requests PM to reconsider NBR’s decision

Dhaka is one of the most unliveable cities in the world, which does not go hand-in-hand with the progress made by the country, says the road transport and bridges minister

45m ago