‘যেকোনো সময় সরকার পতনের খবর শুনতে পাবেন, কান পরিষ্কার রাখুন’

‘সরকারের অবস্থা ভালো না। তাদের অবস্থা যদি ভালো হতো তাহলে নিজেরা নিজেরা কি ভোট ভোট খেলা করতো?’
‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’র লিফলেট বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহাজাহান বলেছেন, 'সরকারের পতন অনিবার্য। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যেকোনো সময় সরকারের পতনের খবর শুনতে পাবেন। এ জন্য কান পরিষ্কার রাখুন।'

আজ বুধবার বিকেলে নোয়াখালী পৌর সদরে 'ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক'র লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ শাহাজাহান বলেন, 'আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মী কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। এই আন্দোলন করতে গিয়ে বাড়িতে ছেলেকে না পেলে বাবাকে আবার বাবাকে না পেলে ছেলেকে এমনকি মাকেও গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এটা কি শাসনের নমুনা?'

'আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে অনুরোধ করছি, এ অন্যায় কাজে সহযোগিতা করবেন না। সময় এসেছে জনতার কাতারে দাঁড়ানোর। এই সরকার টিকবে না। সরকারের অবস্থা ভালো না,' যোগ করেন তিনি।

'বিএনপির জয় হয়ে গেছে' দাবি করে মোহাম্মদ শাহাজাহান বলেন, 'বিএনপির ডাকে সাড়া দিয়ে সব রাজনৈতিক দল আজ এক হয়েছে। সরকারের অবস্থা ভালো না। তাদের অবস্থা যদি ভালো হতো তাহলে নিজেরা নিজেরা কি ভোট ভোট খেলা করতো? বিএনপির ডাকে নির্বাচনে কেউ প্রার্থী হননি। তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দল নেই। ৭ জানুয়ারি নির্বাচনের দিন কেউ ভোটকেন্দ্রে যাবে না। ভোটকেন্দ্র ফাঁকা থাকবে।'

Comments