শাম্মী আহমেদ, সাদিক আবদুল্লাহ নির্বাচনে অংশ নিতে পারবেন না

শাম্মী আহমেদ ও সাদিক আবদুল্লাহ
শাম্মী আহমেদ ও সাদিক আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বরিশাল-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

তবে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

সুপ্রিম কোর্ট আজ চেম্বার বিচারকের আদেশ বহাল রাখেন যা শাম্মী আহমেদ এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে।

চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে চেম্বার বিচারপতির আদেশের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর করা রিট আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। 

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago