চাঁদপুর-৩

বস্তায় বস্তায় টাকা নিয়ে ভোট কিনতে নেমেছেন অনেক প্রার্থী: দীপু মনি

‘ভোট আপনাদের, কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না, আমিও করবো না। টাকার বিনিময়ে আপনারা দয়া করে ভোট দেবেন না।’
দীপু মনি। ছবি: সংগৃহীত

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শেষ নির্বাচনী সভায় নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, 'বস্তায় বস্তায় টাকা নিয়ে ভোট কেনার জন্য অনেক প্রার্থী রাস্তায় নেমেছেন। কিন্তু, আমি কোনো ভোট কিনবো না, কিনিও নাই।'

বৃহস্পতিবার রাতে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দীপু মনি বলেন, 'ভোট আপনাদের, কোনো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না, আমিও করবো না। টাকার বিনিময়ে আপনারা দয়া করে ভোট দেবেন না।'

তিনি বলেন, 'গত ১৫ বছর আপনারা স্নেহ, ভালবাসায় আমাকে আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি আগামী ৭ জানুয়ারি আপনারা দলে দলে নৌকা মার্কায় ভোট দেবেন।'

'নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান ভোটদানের মাধ্যমে সব অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেওয়া হবে', যোগ করেন তিনি।

 

Comments