চট্টগ্রাম-১২

৩০ কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুলের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

শামসুল বলেন, নৌকার কর্মীরা পুলিশের সহায়তায় আমার ভোটার ও সমর্থকদের মধ্যে ভীতি ছড়াতে বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালিয়েছে।’
হুইপ শামসুলের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ
সকাল সাড়ে ৮টায় পূর্ব মনসা আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে হুইপ শামসুলের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রাম-১২ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টায় পূর্ব মনসা আশরাফিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে হুইপ শামসুলের কোনো এজেন্ট পাওয়া যায়নি।

সেখানে শামসুল হককে দেখা না গেলেও, তার ছোট বোন সুলতানা ইয়াসমিন রেখাকে কেন্দ্রের সামনে দেখা যায়।

সুলতানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকা প্রতীকের নেতাকর্মীরা আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রের গেট থেকে তাড়িয়ে দিয়েছেন।'

যোগাযোগ করা হলে শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকা প্রতীকের কর্মীরা ৩০টি ভোটকেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'তারা পুলিশের সহায়তায় আমার ভোটার ও সমর্থকদের মধ্যে ভীতি ছড়াতে বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালিয়েছে।'

জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'শামসুল হকের কোনো এজেন্ট এখন পর্যন্ত রিপোর্ট করেননি।'

তিনি বলেন, 'নৌকা, মোমবাতি, চেয়ার ও নোঙর প্রতীকের পোলিং এজেন্টরা এখন পর্যন্ত রিপোর্ট করেছেন।'

 

Comments