নারায়ণগঞ্জ ১

গোপন বুথে ভোটারের সঙ্গে প্রার্থীর এজেন্ট

চনপাড়ার আল আরাফাহ ইসলামিয়া আলিম মাদরাসার একটি কেন্দ্রে বুথের ভেতর শাড়ি পরা নারীর সঙ্গে কালো বোরকা পরা এজেন্ট (বামে)। ভোট দেওয়া শেষে বুথ থেকে বেরিয়ে আসছেন দুজন। ছবি: স্টার

নারায়ণগঞ্জ-১ আসনের একটি কেন্দ্রে ভোট দেওয়ার গোপন বুথে ভোটারের সঙ্গে এক প্রার্থীর এজেন্টকে দেখা গেছে।

আজ রোববার সকালে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আল আরাফাহ ইসলামিয়া আলিম মাদরাসার ১২৬ নম্বর কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

এ সময় এক নারী গোপন বুথে ভোট দিচ্ছিলেন।

ভোটারের সঙ্গে বুথে থাকা ওই নারী নিজের নাম কুলছুম আক্তার পরিচয় বলে দেন। এ আসনে আলমারি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের পোলিং এজেন্টের ব্যাজ ছিল তার সঙ্গে।

ওই নারী জানান, পাশের ভোটকক্ষে তিনি পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানতে চাইলে কুলছুম আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, ভোটার সম্পর্কে তার খালা হন। তার চোখের সমস্যা থাকায় তিনি ভোট দিতে সহযোগিতা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবু তাহের দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে নিষেধ করার পরও জোর করে গোপন বুথে গেছেন। কিন্তু তিনি যে প্রার্থীর এজেন্ট তা জানতাম না।'

Comments