নির্বাচনী রোডম্যাপ প্রকাশ আগামী সপ্তাহে: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
ইসি সচিব বলেন, 'আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিতে পারব। ফলে নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সম্পর্কে আপনারা জানতে পারবেন।'
ইসি সচিব জানান, এই রোডম্যাপ থেকে ইসির প্রস্তুতি সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যাবে।
আখতার আহমেদ জানান, ভোটের দিন গণমাধ্যমকর্মীদের ভোট দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।'
নির্বাচনী পর্যবেক্ষকদের আবেদন প্রসঙ্গে ইসি সচিব জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। এগুলো যাচাই-বাছাই চলছে।
Comments