গাজীপুর ১

জাল ভোটে সহায়তার অভিযোগে নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে জাল ভোটে সহায়তার অভিযোগে নৌকার এজেন্টকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক রিপন (৪৮) কোনাবাড়ী থানার আমবাগ গ্রামের বাসিন্দা।

কোনাবাড়ী থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুর ১ আসনের কোনাবাড়ী থানাধীন আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর কেন্দ্রের নৌকার এজেন্ট রিপন। জাল ভোটে সহায়তা করার সময় প্রিসাইডিং কর্মকর্তার সন্দেহ হলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত টিমকে খবর দেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাল ভোটে সহায়তার খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোজাম্মেল হককে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারা ভঙ্গের অপরাধে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago