নাটোর-৩: টানা চতুর্থবার জয়ী পলক

পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট।
নাটোর-৩: টানা চতুর্থবার জয়ী পলক
জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক জয়ী হয়েছেন।

রোববার নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়, পলক পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন পলক।
 

Comments

The Daily Star  | English
Foreign Airlines Restrict Ticket Sales to Local Agencies in Bangladesh

Passenger numbers plummet on Bangladesh-India routes following Aug 5

Flights between Bangladesh and India have seen a sharp drop in passenger numbers recently, with airlines blaming India's restricted visa issuance as the main cause

2h ago