টানা চতুর্থবার সংসদ নেতা শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভাপতি শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ছবি: পিআইডি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা হয়েছেন।  এ নিয়ে টানা চতুর্থবার সংসদ নেতা হলেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় সভায়  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লেনিন এতে সমর্থন দেন।

যার অর্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার গঠন করতে যাচ্ছেন।

বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা।

তিনি ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ২২২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন।

আওয়ামী লীগের বৈঠকে সভাপতিত্ব করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

1h ago