ময়মনসিংহ-৩

ভালুকাপুর কেন্দ্রের ভোট গ্রহণ চলছে

তীব্র শীতের মধ্যেও সকাল থেকে লাইন দিয়ে ভোট দেন ভোটাররা
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। ছবি: স্টার

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। গত ৭ জানুয়ারি ব্যালট ছিনতাইয়ের ঘটনা কেন্দ্র করে ওই ভোটকেন্দ্রে ভোট বাতিল করা হয়।

আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। ভোট ঘিরে সকাল থেকেই গৌরিপুরে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

তীব্র শীতের মধ্যেও সকাল থেকে লাইন দিয়ে ভোট দেন ভোটাররা। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে। এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী নিলুফার আনজুম নৌকা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট এবং ট্রাক প্রতীকে সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, বেলা দুইটা পর্যন্ত ভালুকাপুর কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ১৫০০ এর মতো।

ভোট ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্রে ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা উপস্থিত আছেন।

Comments