চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে মুহাম্মদ হাসানুজ্জামান

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাসানুজ্জামান
মুহাম্মদ হাসানুজ্জামান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনের দায়িত্ব থেকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে অব্যাহতি দেওয়ার পর আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার রাশেদ বেগম রিটার্নিং কর্মকর্তা মমিনুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসির 'পক্ষপাতমূলক আচরণে'র জন্য তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিশনার রাশেদা সুলতানা।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের ডিসি মোহাম্মদ মমিনুর রহমান নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আবারও ক্ষমতায় আসেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এ জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর দোয়া করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এ ছাড়া, তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জয় চেয়েও মোনাজাত করেন।

Comments