নির্বাচনী প্রতীক বরাদ্দ শুরু

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
নির্বাচনী প্রতীক
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম নির্বাচনী প্রতীক বরাদ্দ করছেন। ছবি: স্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

আজ সোমবার সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন।

সাবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।' 

তবে, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রতীক বরাদ্দ হওয়ার আগে গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে।

আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪৭ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে গতকাল রোববার ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।  

 

Comments

The Daily Star  | English

Heat takes a toll on expecting mothers

Pregnant women are more prone to heat-related illnesses like exhaustion and heatstroke

14h ago