চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

উচ্চ আদালতে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ
নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

উচ্চ আদালতে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নির্বাচন কমিশনের চিঠির আলোকে আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান নির্বাচন স্থগিত করেন।'

মোতাওয়াক্কিল রহমান আরও বলেন, 'নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।'

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতের কথা ছিল।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সীমানা জটিলতা দেখিয়ে উচ্চ আদালতে রিট করেন জেলার গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়ার শামীমা জাহান।

Comments