জেলা পরিষদ নির্বাচন

মনোনয়ন বাতিল হওয়া চাঁদপুরের আ. লীগ প্রার্থী কারাগারে

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
ইউসুফ
মো. ইউসুফ গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে আছেন। গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়। 

খুলনা জেলা কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেও সাজাপ্রাপ্ত হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান। 

পরে আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করে জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য পদত্যাগকারী প্রশাসক ওচমান গনি পাটওয়ারীকে মনোনয়ন দেয়।

তবে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ইউসুফ গাজী। গত ১৮ সেপ্টেম্বর রাতে এক ইমেইল বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ইউসুফ গাজী বলেন, 'মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি আপিল করব এবং আশা করি ন্যায় বিচার পাব।'

 

Comments