নির্বাচন
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন

২ ঘণ্টায় ১ কেন্দ্রে ভোট ১টি

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ২ ঘণ্টায় একটি কেন্দ্রে ভোট পড়েছে একটি। এরপর কেন্দ্রটি হয়ে পড়ে ভোটার শূন্য।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন
পিরোজপুর সদর উপজেলার আফতাবউদ্দিন কলেজ কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনে ২ ঘণ্টায় ভোট পড়েছে একটি। ছবি: স্টার

পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ২ ঘণ্টায় একটি কেন্দ্রে ভোট পড়েছে একটি। এরপর কেন্দ্রটি হয়ে পড়ে ভোটার শূন্য।

সদর উপজেলার আফতাবউদ্দিন কলেজ কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।

পিরোজপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পিরোজপুরে ৭ সাধারণ ওয়ার্ডে ২৬ ও নারীদের জন্য সংরক্ষিত ৩ ওয়ার্ডে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

জেলায় মোট ৭৪৭ ভোটার দুপুর ২টা পর্যন্ত ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।

সকাল থেকে ভোটারদের উপস্থিতি না থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা প্রার্থীদের।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিশ্চিতের জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

Comments