৫ আসনে উপনির্বাচন: বুধবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

১০ ডিসেম্বর আ. লীগের আলোচনা সভা

পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য আগামী বুধবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়েছে। এসব আসানে আগামী বছরের ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।

আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৮-৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে প্রার্থী হতে আগ্রহীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় ভিড় না করতে বলা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচন করবে ইসি।

ইসি সচিব জানিয়েছেন, প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago