বিএনপির ভোটাররা আমাকেই ভোট দেবে: আ. লীগ প্রার্থী খায়ের আব্দুল্লাহ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, বিএনপির ভোটাররা তাকেই ভোট দেবে।
আজ শনিবার শহরের কালু শাহ সড়কে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, 'জামায়াতের বিষয়ে নিশ্চিত না জানলেও বিএনপির ভোটাররা আমাকেই ভোট দেবে।'
মেয়র পদে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও জানান, শহরের বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে তিনি কাজ করবেন।
Comments