ভাই-ভাতিজার ভোট পাবেন কি না মন্তব্যে নারাজ খায়ের আবদুল্লাহ

তিনি বলেন ‘আমি দুঃখিত। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
ভাই-ভাতিজার ভোট পাবেন কি না মন্তব্যে নারাজ খায়ের আবদুল্লাহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আজ রোববার মতবিনিময় করেন। ছবি: টিটু দাস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল সোমবার। নির্বাচনে ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহ তাকে ভোট দেবেন কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ রোববার দুপুরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন 'আমি দুঃখিত। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।'

ভোটারদের টাকা দেওয়া ও ভোটকেন্দ্র দখলের অভিযোগের বিষয়ে আবুল খায়ের আবদুল্লাহ বলেন, 'এসব অভিযোগ অসত্য। ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে এই ধরনের অভিযোগ সাধারণ বিষয়। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন আমি তা মেনে নেবে।'

গোয়েন্দা সংস্থাগুলো তার পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনের তৎপরতা প্রচলিত রয়েছে।

Comments