আড়াইহাজার পৌর নির্বাচন

‘নৌকায় কেন ভোট দেস নাই’ বলে মারধরের অভিযোগ ভোটারের

‘নৌকার প্রার্থী সুন্দর আলী ও তার লোকজন ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র দুটি দখলে রেখেছে৷’
মারধরের ঘটনার পর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। ছবি: স্টার

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি কেন্দ্রে ভোটার ও স্বতন্ত্র এক মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে৷ 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাগেরচর মাদরাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে৷

মারধরের শিকার মোহাম্মদ কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ভোট দিয়ে বের হবার পরেই উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ ও তার লোকজন আমার শার্টের কলার ধরে চর-থাপ্পর দিতে থাকে৷ 
আমি নাকি নৌকায় ভোট না দিয়া অন্য মার্কায় ভোট দিছি, এমনটা কেন করছি, এই বইলা মারতে থাকে৷ তারা মারতে মারতে বলে, 'নৌকায় কেন ভোট দেস নাই?' শুধু আমারে না, আরও কয়েকজনকে তারা মারছে৷'

কেন্দ্রটি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে৷ এই ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের বাড়ি৷ তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং সাবেক পৌর মেয়র৷

'জগ' প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকার প্রার্থী সুন্দর আলী ও তার লোকজন ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র দুটি দখলে রেখেছে৷ তারা বুথের ভেতর ঢুকে জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছে৷ বহিরাগতরা কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয় দেখাচ্ছে, মারধর করছে৷'

নাগেরচর মাদরাসার পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান বলেন, 'কিছু নির্বোধ এসে ঝামেলা তৈরির চেষ্টা করেছে। আমি পুলিশের সহায়তায় তাদের প্রতিহত করার চেষ্টা করেছি। দুইবার ধমক দিয়েছি। তারা কথা শোনেনি৷ আমি তখন রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।'

তবে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ ছিল না জানিয়ে তিনি আরও বলেন, 'একটানা ঝামেলা হচ্ছে না৷ ফাঁকে ফাঁকে হচ্ছে তাই ভোট বন্ধ করার প্রয়োজন হয়নি৷'

নাগেরচরের এ কেন্দ্রটিতে বিশৃঙ্খলার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ এ সময় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছে কেন্দ্র দখল ও ভোটারদের মারধরের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান৷

জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, 'সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে৷ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে৷ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে টুকটাক কথা-কাটাকাটি হয়৷ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে৷'

এ কেন্দ্রে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পোলিং এজেন্ট মোহাম্মদ খোকন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুথে ঢুকে নৌকার এজেন্ট ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে৷ শুরু থেকেই এমন চলছে৷ সহকারী প্রিসাইডিং অফিসারকে বললেও কিছু করছেন না৷ ভোটের কোনো পরিবেশই নাই৷ কিছু বলতেও পারতেছি না ভয়ে৷'

জানতে চাইলে পৌরসভার বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ডেইলি স্টারকে বলেন, 'আমার কোনো কর্মী বা সমর্থক এ ধরনের কোনো কাজ করেছে, এমন কোনো তথ্য পাইনি। সব জায়গায় সুন্দরভাবে নির্বাচন হচ্ছে।'

Comments