হিরো আলমকে মারধর

‘যুক্তরাষ্ট্র এ ঘটনার সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার আশা করে’

হিরো আলমকে মারধর
ছবি: প্রবীর দাশ/ স্টার ফাইল ফটো

যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যেকোনো সংঘর্ষের ঘটনার সুষ্ঠু, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিত করবে।

গতকাল সোমবার রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ মন্তব্য করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে নৌকার ব্যাজধারীদের মারধরের প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, 'গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষের স্থান নেই।'

বাংলাদেশের নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

গত ২৪ মে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে। এর আগে দেশটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago