রাজনীতি

‘আ. লীগ-বিএনপিসহ ৪টি দল আমার সঙ্গে যোগাযোগ করেছে প্রার্থী করতে’  

ভবিষ্যতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন।
নির্বাচন করবেন না হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আগামী জাতীয় নির্বাচনে কোনো একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী হয়ে অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতেও তিনি একই কথা বলেন।

হিরো আলম টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, '৪টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আমার কথা হচ্ছে।'

তাকে দলীয় প্রার্থী করতে কোন কোন দল যোগাযোগ করেছে জানতে চাইলে তিনি বলেন, 'আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি।'

এর মধ্যে কোন দল থেকে নির্বাচন করতে পারেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কোন দল থেকে নির্বাচন করব, তা এখনই বলব না। তবে এটা নিশ্চিত কোনো একটা দলের হয়ে নির্বাচন করব।'

তিনি বলেন, 'এর আগে নিজ এলাকায় নির্বাচন করেছি। এবার দলীয় প্রার্থী হয়ে একটি আসনে দাঁড়াব।'

'এর আগে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিবার হয়রানি-হেনস্তার শিকার হয়েছি। প্রার্থিতা বাতিল হয়ে যায়, কোর্টে যাওয়া লাগে। এবার শক্ত হয়ে নির্বাচন করতে চাই,' যোগ করেন তিনি।

হিরো আলম আরও জানান, ভবিষ্যতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন।

তিনি বলেন, 'রাজনীতি করতে চাইলে অবশ্যই কোনো দলের শেল্টারে থাকতে হবে। আমি নিজের যোগ্যতায় আগে যেতে চাই। তবে প্রার্থিতায় হয়রানির শিকার আর হতে চাই না। যেন আমার গায়ে কেউ হাত দেওয়ার আগে একবার চিন্তা করে।'

গত জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা চালানো হয়। গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।

 

Comments