ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর।
জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

তিনি জানান, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুর পর আসন দুইটি ফাঁকা হয়।

Comments