প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছি, দ্রুত তফসিল ঘোষণা করব: সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, শিগগির কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

হাবিবুল আউয়াল বলেন, 'আমরা রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচন অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর হবে। সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে উনার সহযোগিতার প্রয়োজন হলে; সেটা উনি আশা দিয়েছেন। আমরাও বলেছি, প্রয়োজনে আপনার সহযোগিতা-সাহায্য আমরা কামনা করি।

'তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, অবাধ নির্বাচনের স্বার্থে যে কোনো রকমের সাহায্য-সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। তিনি বলেছেন যে, গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা; এটাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে,' বলেন হাবিবুল আউয়াল।

তিনি বলেন, 'আমরা উনাকে জানিয়েছি, আমরা নির্বাচন কমিশন; আমাদের ওপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধ পরিকর।'

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, 'আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি। আমরা আশ্বস্ত করেছি, আমরা আশাবাদী যে, সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে তার আলোকে যথা সময়ে নিষ্কণ্টকভাবে সম্পন্ন করব।'

নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সম্ভাব্য সময়সূচি আমরা তাকে জানিয়েছি। নির্বাচন আসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানলেন। যে কোনো মূল্যে আমাদের যে সময়সীমা ২৯ জানুয়ারির আগেই করতে হবে। আমরা জানিয়েছি, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা আজকে তার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম, কথা বলে গেলাম, মত বিনিময় করে গেলাম। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করব।'

তফসিল ১৫ নভেম্বরের পরে নাকি আগে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন, আমরা যেটা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে; আমরা এখনো সেই অবস্থানে আছি। আমরা বসে চূড়ান্ত যখনই করব, আপনাদের জানাবো।'

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago