স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের ২৫ নভেম্বরের মধ্যে আবেদনের নির্দেশ ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিবন্ধিত স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলমের সই করা নির্দেশনায় বলা হয়েছে, তারা কোন নির্বাচনী এলাকায় (সংসদীয় আসনভিত্তিক) কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা তাদের প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে উল্লেখ করে ইসি সচিবের কাছে আবেদন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসির অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করবে ইসি সচিবালয়। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেবে সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।

Comments