স্বতন্ত্র প্রার্থী হতে বর্তমান এমপিদের পদত্যাগ করতে হবে না: ইসি

election commission logo

আসন্ন নির্বাচনে সংসদ সদস্যদের (এমপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এমপি পদ থেকে পদত্যাগ করতে হবে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক— সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এই এমপিদের নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সইও জমা দিতে হবে না।

গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা গতকাল রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে বর্তমান এমপিদের পদত্যাগ করতে হবে। আইনে এমনটাই বলা হয়েছে।

তবে আজকের বিবৃতিতে বলা হয়েছে, দলীয় টিকিটে নির্বাচিত এমপিদের তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে না। সংরক্ষিত আসন কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপিরা নিজ নিজ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

10h ago