প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত নেতা হাবিব

ahsan-habib
খন্দকার আহসান হাবিব। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব।

হাইকোর্টে রিট পিটিশনের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক কায়ছারুল ইসলাম যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন। সেই সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া নথিতে এক শতাংশ ভোটারের সইয়ে গড়মিল ধরা পড়ে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য খন্দকার আহসান হাবিব সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকায়। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিবসহ কয়েকজন ব্যক্তি 'স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের' ব্যানারে ১৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই দিনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়।

মনোনয়নপত্র বৈধ হওয়ার হওয়ার তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে খন্দকার আহসান হাবিব বলেন, টাঙ্গাইলে যাচাই-বাছাইয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করে প্রার্থী হিসেবে নির্বাচন করার বৈধতা ফিরে পেয়েছি।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago