যশোর- ৪ আসনে আ. লীগের এনামুলের প্রার্থিতা বাতিল করল ইসি

ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বাবুলের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একই আসনের প্রার্থী সুকৃতি কুমার মন্ডলের করা আপিলের শুনানি শেষে এ আদেশ দেয় কমিশন।

সুকৃতি কুমার মন্ডলের অভিযোগ ছিল, বাবুল ঋণখেলাপি।

এর আগে যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়ও বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে আরেকটি আপিল করেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago