আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে ইসিতে আমু, বললেন ‘এসেছি চা খেয়েছি’

আমির হোসেন আমু
আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়েছেন ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু।

আজ শুক্রবার তিনি ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিলেও, সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইসির অভিযোগ ছিল, গত ৮ ডিসেম্বর ঝালকাঠিতে এক অনুষ্ঠানে বক্তারা আমুর পক্ষে ভোট চেয়েছিলেন।

পরদিন ইসি এক চিঠিতে আমির হোসেন আমুকে ১৫ ডিসেম্বর কমিশনে সশরীরে গিয়ে ব্যাখ্যা দিতে বলে।

ইসি সূত্র জানায়, আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারদের কাছে ব্যাখ্যা দেন আমু।

ইসি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তারা আমাকে (কমিশনে) আসার অনুরোধ করেছিল। আমি এসে দেখা করেছি, চা খেয়েছি। আর কিছু বলার নেই।'

জানতে চাইলে ইসি সচিব জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি এসে স্বপক্ষে তার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। রিপোর্টে আচরণবিধি লঙ্ঘন হয়েছিল বলে মনে করা হয়েছিল। প্রমাণ দেওয়ার পর (ইসি) মনে করেছে যে আচরণবিধি লঙ্ঘন হয়নি।'

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Comments

The Daily Star  | English
yunus tarique meeting begins in london

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairperson to The Dorchester

32m ago