যশোরে আ. লীগের এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল বহাল

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এনামুলের করা রিট আবেদন খারিজ করে দেন আদালত।
এনামুল হক বাবুল
এনামুল হক বাবুল। ছবি: সংগৃহীত

ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ সোমবার ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এনামুলের করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবির লিটন ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ।

ঋণখেলাপির অভিযোগে গত ১৩ ডিসেম্বর এনামুলের মনোনয়নপত্র বাতিল করে ইসি।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অনুমোদন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য ইসির কাছে আবেদন করেন।

এনামুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন তারা।

Comments

The Daily Star  | English

Biden in the line of fire over Israel arms ultimatum

US President Joe Biden is facing backlash from lawmakers in both parties over his ultimatum that a major Israeli offensive in the city of Rafah would result in a shut-off of some US weapons

Now