কোনো দল বা গোষ্ঠীকে সহযোগিতা করা আমাদের কাজ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, 'কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের কাজ নয়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।'

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত 'ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়' শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আগামী নির্বাচনে পক্ষপাত করা চলবে না। ভয়ের কোনো কারণ নেই। কারো পক্ষ নিয়ে কাজ করলে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। কাজেই আপনারা সঠিকভাবে আইন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।'

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, 'মানুষকে সচেতনতা করতে এই উদ্যোগ। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন—এবার আগের মতো ভোট হবে না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এতে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি হবে।'

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী।

 

Comments

The Daily Star  | English

US opens door to tariffs on pharma, semiconductors

The trade war is raising fears of an economic downturn as the dollar tumbles and investors dump US government bonds, normally considered a safe haven investment.

52m ago