মানুষ এতদিন বঞ্চিত হয়েছে, ভোটাধিকার ফেরাতে চাই: সিইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি: পিআইডি

দেশের আঠারো কোটি মানুষের ভোটবঞ্চনার দুঃখ ঘোচানোর অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।

সিইসি বলেন, '১৮ কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি। ঘোচাতে পারি। তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেটা ঘোচাতে চাই। তাদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই‌।'

'আমরা আমাদের কমিটমেন্টে (অঙ্গীকার) অটল আছি। আমাদের মূল লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেই পর্যন্ত যাতে পৌঁছাতে পারি সেটি লক্ষ্য রাখবেন। এটি একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যা আজ থেকে শুরু হয়েছে, সাফল্য আসার আগ পর্যন্ত চলবে,' যোগ করেন তিনি।

'আমাদের মূল লক্ষ্য এবং জাতির প্রতি আমাদের কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি হল— আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।'

বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৩৬ লাখের বেশি ভোটার রয়েছেন। এরমধ্যে ২ জানুয়ারি যুক্ত হয়েছে ১৮ লাখের বেশি নতুন ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি থেকে।

সেই লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের 'প্রশিক্ষকদের প্রশিক্ষণ' অনুষ্ঠান রোববার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর পৌনে একলাখ জনবল তৈরি করা হবে এ কর্মসূচির আওতায়।

Comments

The Daily Star  | English

US opens door to tariffs on pharma, semiconductors

The trade war is raising fears of an economic downturn as the dollar tumbles and investors dump US government bonds, normally considered a safe haven investment.

47m ago