চট্টগ্রামে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়া পুননির্ধারণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে তারা এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর পরিপ্রেক্ষিতে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছি।'

 

Comments