মানিকগঞ্জে ৩০ টাকার বাস ভাড়া ৫০ টাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সকাল থেকেই ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কসহ মানিকগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলকারী সব বাসেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। 
ছবি: স্টার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সকাল থেকেই ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কসহ মানিকগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলকারী সব বাসেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। 

আজ শনিবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসযাত্রীরা এ অভিযোগ করেন।

এ ছাড়া অন্যান্য দিনের তুলনায় আজ সড়ক-মহাসড়কে অপেক্ষাকৃত কম সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। 

সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন পরিবহনের বাসগুলো টার্মিনাল ও সড়কের আশে পাশে রাখা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অনেক বাসের মালিক সড়কে গাড়ি নামাননি। বাস সংকটের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ যান ম্যাক্সিতে (লেগুনা) চড়ে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন।

আরিচাগামী যাত্রীসেবা পরিবহনের বাসের চালক মো. হানিফ দুপুর ১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বলেন, 'আগে ৩ হাজার ৮০০ টাকার ডিজেল নিলে সাভার থেকে আরিচা পর্যন্ত ৪টি ট্রিপ মারতে পারতাম। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এখন লাগছে ৬ হাজার ১০০ টাকার ডিজেল। মানিকগঞ্জ থেকে আরিচা পর্যন্ত আগের ভাড়া ছিল ৩০ টাকা। এখন সেখানে ২০ টাকা বাড়িয়ে নিচ্ছি ৫০ টাকা। এইটুকু না বাড়াইলে তো আমরা চলতে পারুম না।'

জেলার শিবালয়ের উপজেলার টেপড়া গ্রামের আসাদ খান বলেন, 'বিগত সময়ে বরঙ্গাইল থেকে মানিকগঞ্জ বাস্ট্যান্ড পর্যন্ত বাসভাড়া ২০ টাকা ছিল। আজ নিয়েছে ৩০ টাকা। সড়কে গাড়ির সংখ্যাও কম। বরঙ্গাইল বাসস্ট্যান্ডে এক ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠতে পেরেছি। আমাদের ভোগন্তির শেষ নেই।'

আব্দুল হালিম নামে একজন বলেন, 'জরুরি প্রয়োজনে ঢাকায় যাচ্ছি। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বাসের সংখ্যা অনেক কম। যে বাসগুলো আসছে, তা পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে আসছে। বাসে ওঠার মতো পরিস্থিতি নেই। খুবই কষ্ট। ভাড়াও চাচ্ছে বেশি।'

দীপা আক্তার নামে এক যাত্রী বলেন, 'আমি একটি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাচ্ছি। বিকেল ৩টায় পরীক্ষা শুরু। এ কারণে একটু আগেই রওনা দিয়েছি। কিন্তু মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় সাড়ে ১২টা। বাসেই উঠতে পারছি না। পরীক্ষা দিতে পারব কি না তাই ভাবছি।'

শুভযাত্রা পরিবহনের একটি বাসের মালিক আব্দুল মতিন বলেন, 'হঠাৎ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বেড়ে গেছে। কিন্তু ভাড়া ভাড়ানো হয়নি। এই অবস্থায় গাড়ি চলাচল করলে লস হবে। এ কারণে আমাদের অনেকে বাস বের করে নাই।'

নীলাচল পরিবহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) চণ্ডী চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের পরিবহনের ৭০টি বাস চলাচল করে। তবে আজ দুপুর ১২টা পর্যন্ত ২৫টি বাস চলাচল করছে।

ছবি: স্টার

জেলা বাস মালিক সমিতির সভাপতি ও মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বালানি তেলের দাম এক তৃতীয়াংশ বেড়ে গেছে। তবে, ভাড়া বাড়ানো হয়নি। মূলত এ কারণে মালিকদের অনেকেই রাস্তায় গাড়ি নামাননি। তবে, সরকার দ্রুত সময়ের মধ্যে ভাড়া বাড়ানো বা সমন্বয় করা হবে।'

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেলে ঢাকায় বিআরটিএ কর্তৃপক্ষ পরিবহনের মালিকদের নিয়ে বসবে। তারা ঠিক করবে, বাসের প্রকৃত ভাড়া।'

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এতদিন ছিল ৮০ টাকা। লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলের নতুন দাম ১৩০ টাকা, যা এতদিন ছিল ৮৬ টাকা। এ ক্ষেত্রে লিটারে দাম বেড়েছে ৪৪ টাকা। অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটারে ৪৬ টাকা। এতদিন প্রতিলিটার অকটেন বিক্রি হতো ৮৯ টাকা করে। দাম বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকা লিটার। গতকাল রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

 

Comments