দুর্নীতিবাজ-কালোবাজারিদের প্রতিরোধের আহ্বান প্রধান বিচারপতির
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উৎসাহিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত এবং তাদেরকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফোয়েজ সিদ্দিকী।
তিনি বলেন, 'এই শোকাবহ দিনে আমি মনে করতে পারি, বঙ্গবন্ধু তার বিভিন্ন বক্তব্যে দুর্নীতিবাজ, কালোবাজারি ও মজুতদারদের দেশ ও জাতির শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন। দয়া করে এগিয়ে আসুন। দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিরোধ ও সামাজিকভাবে প্রত্যাখ্যান করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। মানুষ ন্যূনতম খরচে স্বল্প সময়ের মধ্যে যাতে ন্যায়বিচার পেতে পারেন তা নিশ্চিত করতে হবে।'
আজ সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি এম এনায়েতুর রহিম; হাইকোর্ট বিভাগের বিচারপতি বিচারপতি মো. আবু জাফর সিদ্দিক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ হাসান আরিফ এবং অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ সময় বক্তব্য রাখেন।
আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক এবং সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
শোকদিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
Comments