শিক্ষক দম্পতি হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শনিবার সকাল সাড়ে ১১টায় টায় টঙ্গীর শহিদ স্মৃতি ও আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেটকারে শিক্ষক দম্পতি হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় টায় টঙ্গীর শহিদ স্মৃতি ও আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপ-কমিশনার (এডিসি) হাসিবুল আলম শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষক দম্পত্তির মৃত্যুর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।

এর আগে, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতরে টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান (৫১) ও টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার ওরফে জলি (৩৫) দম্পতির মরদেহ পাওয়া যায়। শনিবার ময়মনসিংহের ত্রিশালের গ্রামের বাড়িতে তাদের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৮টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago