আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লেন বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থী

বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।
ছবি: সংগৃহীত

বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।

বাস মালিকদের আশ্বাস পেয়ে আজ মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শিক্ষক-শিক্ষার্থী ও বাস মালিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। বৃহস্পতিবার আবারো বৈঠকে বসবেন তারা। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে শিক্ষার্থীরা আশ্বাস পেয়ে সড়ক ছেড়েছেন। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

Comments