নতুন সময়সূচিতে চলছে সরকারি অফিস

নতুন সময়সূচি অনুযায়ী আজ বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ সচিবালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে। 
ছবি: স্টার

নতুন সময়সূচি অনুযায়ী আজ বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ সচিবালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে। 

প্রথম দিনেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন প্রবেশপথেও দেখা গেছে যানবাহনের সারি।

বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন রাস্তাটি যানজটে পূর্ণ থাকলেও আজ ৮টার পর সেটি খালি পাওয়া গেছে। 

ছবি: স্টার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সকাল ৮টার আগেই নিজদের কার্যালয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। 

সোমবার, মন্ত্রিসভা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি পুনঃনির্ধারণ করেছে।

দিনের আলোর ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
 

 

Comments