পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বক্তব্য নিয়ে যা বলল ভারত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের 'শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে' সহযোগিতা চাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের 'শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে' সহযোগিতা চাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

তবে আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, 'আমি গণমাধ্যমের প্রতিবেদনগুলো দেখেছি (মোমেনের মন্তব্য সম্পর্কে)। কিন্তু এসব প্রতিবেদন কতটা সঠিক, তা নিয়ে বিতর্ক আছে।'

'বাংলাদেশ সরকারও বিষয়টি স্পষ্ট করে একটি বিবৃতি জারি করেছে,' বলেন তিনি।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, 'শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।'

তার এ বক্তব্যের বিষয়ে এর আগে ভারত কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে, তারা মন্তব্য করতে রাজি হননি।

 

 

 

Comments