রাউজানে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলার কাদালপুর গ্রাম থেকে স্কুলপড়ুয়া এক কিশোরীর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলার কাদালপুর গ্রাম থেকে স্কুলপড়ুয়া এক কিশোরীর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

ওই কিশোরীর নাম জান্নাতুল মাওয়া রিফাত। সে কাদালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহিউদ্দিনের মেয়ে। রিফাত স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, 'গতকাল রাতে রিফাত স্বাভাবিকভাবেই তার রুমে ঘুমাতে যায়। সকালে সে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকতে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় তার মরদেহ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।'

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Comments