‘পররাষ্ট্রমন্ত্রীর ম‌ন্ত্রিত্ব চলে যাবে কি না, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর’

ডাঃ ইউনূসের ৬ মাসের জেল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ম‌ন্ত্রিত্ব চলে যাবে কি না, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপে' অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

ওবায়দুল কাদের ব‌লেন, 'পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি যখন এসেছেন, তখন কি (তা‌দের) পররাষ্ট্রমন্ত্রী সা‌থে ছি‌লেন?' 

তিনি বলেন, 'পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হ‌তে পা‌রেন। তার বাসা থে‌কে শু‌নে‌ছি তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে। এখন এজন্য তার কো‌নো প‌রিবর্তন, কিছু দিন আগে তার হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, কথাবার্তা বলা, সেটার জন্য তার ম‌ন্ত্রিত্ব চ‌লে যা‌বে কি না, এ এখতিয়ার তো আমার নেই। এ এখ‌তিয়ার প্রধানমন্ত্রীর।'

এ বিষ‌য়ে অন্য কারও কিছু বলার নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, 'বললে সেটা হবে অতি কথন।'

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 'অসুস্থতার' কারণ দেখিয়ে তার সঙ্গে যাননি।

সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠান পরিচালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হক।

 

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago