বনানী কবরস্থানে সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়।
এর আগে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাজেদা চৌধুরীর দ্বিতীয় জানাজার নামাজ হয়।
গতকাল রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ সোমবার সকালে ফরিদপুরের নগরকান্দায় এম এন একাডেমি স্কুল মাঠে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়।
Comments