সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

সৈয়দা সাজেদা চৌধুরী। ফাইল ফটো

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন।

রোববার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৯-৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।

প্রবীণ এই নেতা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন সৈয়দা সাজেদা চৌধুরী।

২০১৯ সালে তিনি ফরিদপুর-২ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হন।

সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরে বাদ জোহর তার নির্বাচনী এলাকা নগরকান্দায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে সাজেদা চৌধুরীকে দাফন করা হবে বলে জানান তিনি।

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

Comments

The Daily Star  | English

Govt moves to expedite Tk 38,000cr bad loan cases

The interim government has moved to expedite long-pending lawsuits filed by 10 institutions, including state-owned banks and a non-bank financial institution (NBFI), against loan defaulters, in a bid to speed up the recovery of defaulted loans

17h ago