আইসিএও নির্বাচন

রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি: সংগৃহীত

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থার (আইসিএও) আসন্ন নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মিত্র দেশগুলো।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও আরও ৫ ইউরোপীয় রাষ্ট্রদূত গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট এক রাষ্ট্রদূত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আমাদের অবস্থান জানিয়েছি এবং বাংলাদেশের সমর্থন চেয়েছি। এখন বাংলাদেশ কী করবে, সেটা তাদের বিষয়।'

গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে ইউক্রেন বিষয়ে যে অবস্থানের কথা জানান, সে বিষয়ে একমত পোষণ করে ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে আইসিএও।

বৈঠকে কূটনীতিকরা আরও বলেছেন, রাশিয়ার আগ্রাসনের কারণেই বিশ্বব্যাপী অর্থনীতি ও পণ্য সরবরাহ চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যদ্রব্যের উচ্চমূল্য নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে।

রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে যে সংঘাত চলছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিষয়টি ইউরোপীয় কূটনীতিকদের জানিয়ে উল্লেখ করেছেন যে, বাংলাদেশ চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

চলমান এ সংঘর্ষের কারণে মর্টার শেল ও গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরেও এসে পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে বলে সতর্ক করেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

1h ago