১৫ হাজার মে. টন ডাল, ২২৫ লাখ লিটার তেল কিনবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ১৫ হাজার মেট্রিক টন মসুরের ডাল ও ২২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
টিসিবির পণ্য বিক্রি। স্টার ফাইল ফটো

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ১৫ হাজার মেট্রিক টন মসুরের ডাল ও ২২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ঢাকার ব্লু স্কাই এন্টারপ্রাইজ, চট্টগ্রামের মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও রুবি ফুড প্রোডাক্টসের কাছ থেকে ১১০ টাকা দরে ৫ হাজার মেট্রিক টন করে মোট ১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ১৬৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া, বসুন্ধরা মাল্টিফুড প্রডাক্টস লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেড ও সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে মোট ২২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য মোট ৪১৫ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন দিয়েছে।

Comments