দোহাজারি রুটে ৪ দিন ধরে বন্ধ ডেমু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
চট্টগ্রাম-দোহাজারি রুটে গত ৪দিন ধরে একমাত্র ডেমু ট্রেনটি বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এই রুটে যাতায়াতকারীরা।
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি চালানো যাচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেলওয়ের স্টেশনের মাস্টার জাফর আহমদ ডেইলি স্টারকে বলেন, '১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি চলছে না। ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশল বিভাগের কাজ শুরু করেছে।'
জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে প্রতিদিন ৪ বার আসা-যাওয়া করতো ডেমুটি। আগে এই রুটে একটি দ্বিতীয় শ্রেণির ট্রেন চলাচল করতো। কিন্তু করোনার কারণে সেটির চলাচলও বন্ধ হয়ে যায়।
একমাত্র ডেমু ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
ট্রেনে যাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বলেন, 'ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগ পড়েছেন। আমরা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়কে জানিয়েছি।'
Comments